সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হয়নি বলেই আর এগোয়নি, প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা প্রসঙ্গে মন্তব্য পরমব্রতের।
সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হয়নি বলেই আর এগোয়নি, প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা প্রসঙ্গে মন্তব্য পরমব্রতের।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল গতকাল, ১৩ ডিসেম্বর। এ বছর তিনি ৪৪ বছরে পা দিলেন। স্বস্তিকা বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তাই বয়স কিংবা চেহারায় বয়সের ছাপ নিয়ে তার কোনো লুকোছাপা নেই। জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানিয়ে নো মেকআপ লুকে হাজির হন তিনি। গোলাপি রঙের মোটা ফ্রেমের চশমা আর ধূসর চুলে তিনি আরও আলাদাভাবে উজ্জ্বল ছিলেন।
স্বস্তিকা নিজেই বলেছেন, তার চেহারার বলিরেখা তার বয়সের কথা জানালেও হৃদয়ের তারুণ্য এখনও অটুট। তার জীবনে ঘটেছে অনেক উত্থান-পতন। একসময় টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক ভেঙে গিয়েছে বহু বছর আগে, তবু স্বস্তিকার প্রতি শ্রদ্ধা আজও অটুট পরমব্রতের।
জন্মদিনে প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে ভুলেননি তিনি। এক দীর্ঘ বার্তায় স্বস্তিকার প্রশংসা করেছেন পরমব্রত। এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, স্বস্তিকা একেবারে সাধারণ এক মেয়ে ছিলেন, যিনি অল্প বয়সেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে তিনি নিজেকে দৃঢ়, প্রতিবাদী ও স্পষ্টভাষী হিসেবে গড়ে তুলেছেন, যা তাকে আজকের স্বস্তিকা হতে সাহায্য করেছে।