দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক ধাক্কার মুখে ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি অর্থবিল বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হতে ব্যর্থ হয়েছে। এই বিলের বিপক্ষে নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্য ভোট দিয়েছেন, যা দলটির অভ্যন্তরে বিভাজনের ইঙ্গিত দেয়।
এই বিলটি পাস হলে কেন্দ্রীয় সরকারের তহবিলের মেয়াদ বৃদ্ধি পেত এবং ঋণের সীমা স্থগিত হতো। কিন্তু বিলটি যথেষ্ট সমর্থন পায়নি। পক্ষে মাত্র ১৭৪টি ভোট এবং বিপক্ষে ২৩৫টি ভোট পড়ে, যার মধ্যে ৩৮ জন রিপাবলিকান সদস্য বিলটির বিপক্ষে অবস্থান নেন।
বিল পাস না হওয়ায় শনিবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা ‘শাটডাউন’ নামে পরিচিত। শাটডাউন শুরু হলে কেন্দ্রীয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত হবে, যার প্রভাব বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন ফেডারেল কর্মসূচিতে পড়বে। আসন্ন ক্রিসমাসের ভ্রমণও এতে ব্যাহত হতে পারে।
বিল পাসে ব্যর্থ হওয়ার বিষয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, তারা নতুন একটি সমাধান নিয়ে কাজ করছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
প্রসঙ্গত, গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারিতে তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন। একই সময়ে কংগ্রেসের নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতে থাকবে। তা সত্ত্বেও, রিপাবলিকানদের অভ্যন্তরে তৈরি হওয়া এই ফাটল আগামী বছর দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে।