Advertisement

সিলেট গ্যাস ফিল্ডে দুদকের অভিযান বেতন তালিকায় ২৭ জনের অতিরিক্ত নাম শনাক্ত।

সিলেট গ্যাস ফিল্ডে দুদকের অভিযান; 
বেতন তালিকায় ২৭ জনের অতিরিক্ত নাম শনাক্ত।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে বেতন তালিকায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এ অভিযানে বেতন তালিকায় ২৭ জন অতিরিক্ত কর্মীর নাম থাকার বিষয়টি উঠে আসে।


দুদকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুদক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও বেতন তালিকায় 

২২২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গত পাঁচ মাসে কর্মচারীদের বেতন বাবদ ২ কোটি ৩৫ লাখ টাকা দেওয়া হলেও, ওভারটাইম ভাতা দেওয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা, যা নিয়ে হিসাব গরমিলের অভিযোগ উঠেছে।

অভিযান শেষে দুদক কর্মকর্তারা গ্যাস ফিল্ডসের প্রশাসনিক কার্যালয় থেকে নথি সংগ্রহ করে তা কমিশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম জানিয়েছেন, গ্যাস ফিল্ডস নিজ উদ্যোগেও এ বিষয়ে তদন্ত করবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement

Advertisement

Advertisement

Advertisement