Advertisement

অনলাইনে রেজার অর্ডার করে হাতে পেলেন শসা কাটার যন্ত্র: তরুণীর হতাশা।


অনলাইনে রেজার অর্ডার করে হাতে পেলেন শসা কাটার যন্ত্র: তরুণীর হতাশা।

অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা কখনো আনন্দের হলেও অনেক সময় বিরক্তি বা হতাশার কারণ হতে পারে। এমনই এক বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন মিরপুরের বাসিন্দা তাসনিম রহমান। সম্প্রতি তিনি একটি ফেসবুক পেজ থেকে ব্র্যান্ডেড রেজার অর্ডার করেন। কিন্তু প্যাকেট খুলে দেখেন, রেজারের পরিবর্তে এসেছে একটি শসা কাটার মেশিন।



ঘটনার বিবরণ


তাসনিম জানান, শীত আসার আগে একটি ভালো মানের রেজার কেনার ইচ্ছে ছিল তার। এক ফেসবুক পেজে বিজ্ঞাপন দেখে সেটি অর্ডার করেন। পেজটি পণ্যের মান ও দ্রুত ডেলিভারির নিশ্চয়তা দেয়। কিন্তু ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলে তাসনিম দেখতে পান, রেজারের বদলে রয়েছে প্লাস্টিকের শসা ছিলার মেশিন।


তিনি প্রথমে মনে করেছিলেন এটি ভুলবশত হয়েছে। ডেলিভারিম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, প্যাকেটের ভেতরের পণ্য সম্পর্কে তার কোনো ধারণা নেই।


পেজটির প্রতিক্রিয়া


ফেসবুক পেজে বিষয়টি জানালে তারা প্রথমে একে ভুল বলে দাবি করে। কিন্তু পরে তাসনিমের ওপরই দায় চাপিয়ে বলা হয়, তিনি নাকি ভুল পণ্য অর্ডার করেছেন।


তাসনিমের প্রতিক্রিয়া ও সতর্কতা

তাসনিম বলেন, "অনলাইনে মানুষ বিশ্বাস করে কেনাকাটা করে, কিন্তু এই ধরনের প্রতারণা সেই বিশ্বাস নষ্ট করে। রেজারের বদলে শসা কাটার যন্ত্র পাওয়া সত্যিই হতাশাজনক।"


এ ঘটনা থেকে পরিষ্কার, অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও নিয়মিত নজরদারি জরুরি।
Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement

Advertisement

Advertisement

Advertisement