বিজয়ের মাসেই দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেলেন এনামুল।
বিজয়ের মাসেই দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেলেন এনামুল।
এনামুল হক, যিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিজয় নামে বেশি পরিচিত, আবারও আলোচনায়। বিজয় দিবসে জন্ম নেওয়া এই ওপেনার ২০১২ সালের ডিসেম্বরেই পেয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এরপর ২০১৩ সালের ডিসেম্বরেই টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। প্রাইম ব্যাংকের হয়ে সিলেটে মোহামেডানের বিপক্ষে ৬৩ বলে ১০৫ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর সেই সেঞ্চুরিই ছিল তাঁর একমাত্র স্বীকৃত টি-টোয়েন্টি সেঞ্চুরি।
অবশেষে, সেই অপেক্ষার অবসান ঘটল আরেক ডিসেম্বরেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে খুলনার হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ৬৭ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পেলেন এনামুল। এটি ছিল তাঁর ১৮১তম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ।
সেঞ্চুরির এই ইনিংসে ভর করে খুলনা ৩ উইকেটে ১৮০ রানের বড় স্কোর গড়ে। গতকাল নিজের ৩২তম জন্মদিন উদযাপন করা এনামুল ১০টি চার ও ৫টি ছক্কায় সাজান তাঁর ইনিংস। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অধিনায়ক নুরুল হাসান তাঁর সঙ্গে ২৩ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন।
রান তাড়া করতে নেমে ঢাকা বিভাগ ৪ উইকেটে ১৫৯ রানে থেমে যায়। দলের পক্ষে তাইবুর রহমান ৪১ বলে ৬৩ এবং মাহিদুল ইসলাম ২৩ বলে অপরাজিত ৪৩ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। ২১ রানে ম্যাচ জিতে খুলনা নিজেদের শেষ চারে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল।
অন্যদিকে, রংপুর দলের টানা সাফল্যের ধারা অব্যাহত। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে তারা। বরিশালের বিপক্ষে ম্যাচে রংপুরের পেসার আলাউদ্দিন বাবু ৯ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন। রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৪৪ বলে ৫৩ রানের ইনিংস সহজ জয় এনে দেয় রংপুরকে।