কারাগারে বিশেষ সুবিধার দাবি জানিয়ে হাই কমোড চেয়েছেন পলক।
কারাগারে বিশেষ সুবিধার দাবি জানিয়ে হাই কমোড চেয়েছেন পলক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী মানিক মিয়া হত্যার ঘটনায় করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে পলকের আইনজীবী তার শারীরিক অবস্থার কথা তুলে ধরে জানান, পলক কোমরের ব্যথায় ভুগছেন এবং লো কমোড ব্যবহার করতে পারেন না। এ কারণে কারাগারে তার জন্য হাই কমোডের ব্যবস্থা করতে আবেদন করা হয়েছে।
এদিন সকালে পলককে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদীউজ্জামান সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামির শারীরিক অবস্থার কথা উল্লেখ করে পলকের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান।
শুনানিতে পলকের পক্ষ থেকে বলা হয়, তিনি এর আগে ৪৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছেন এবং ৩১ দিন রিমান্ডে কাটিয়েছেন। গত মাসে রিমান্ড চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনায় তাকে রিমান্ডে না নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার প্রস্তাব দেন তার আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীসহ বহু হত্যাকাণ্ডের ঘটনায় পলকের সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে এবং নতুন অভিযোগ আসতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী মানিক মিয়া মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় পলক দুই নম্বর আসামি হিসেবে উল্লেখিত।
00:01