Advertisement

শৌচাগারের পাশে কুকুর ডাকছিল, রিংয়ের ঢাকনা খুলতেই দেখা মিলল একটি লাশ।

শৌচাগারের পাশে কুকুর ডাকছিল, রিংয়ের ঢাকনা খুলতেই দেখা মিলল একটি লাশ।

নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে কালাদরাপ ইউনিয়নের চুলডগি এলাকার একটি বাড়ির শৌচাগারের ময়লার রিংয়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম রবিন হোসেন (১৬), যিনি ওই এলাকার বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রবিনের বাবা পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। মাঝে মাঝে রবিনও তাঁর বাবার অটোরিকশা চালাতেন। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় অটোরিকশাসহ নিখোঁজ হয় রবিন। কয়েক দিন ধরে কোনো খোঁজ না পেয়ে তাঁর মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি জানতে পারেন, রবিন নিখোঁজ হওয়ার দিন তার সঙ্গে স্থানীয় এক তরুণের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়েছিল। সন্দেহ হওয়ায় রবিনের মা ওই তরুণসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, আজ সকালে এলাকাবাসী জামাল নামের এক ব্যক্তির বাড়ির শৌচাগারের কাছে কুকুরের অস্বাভাবিক ডাকাডাকি লক্ষ্য করে। সন্দেহ হলে তাঁরা শৌচাগারের ময়লার রিংয়ের ঢাকনা খুলে ভেতরে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি রবিনের বলে শনাক্ত করেন।

পুলিশের একজন কর্মকর্তা জানান, মরদেহটি পচে যাওয়ায় অনেকটা বিকৃত হয়ে গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রবিনকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং মরদেহটি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সবাইকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Countdown Timer
00:01
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement

Advertisement

Advertisement

Advertisement