ভারতের বিপক্ষে ১৯৮ রান করেও দলের আত্মবিশ্বাস অটুট ছিল, জানালেন বাংলাদেশের অধিনায়ক।
টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম, যিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ওপেনার কালাম সিদ্দিকীও ছন্দে ছিলেন, আরেক ওপেনার জাওয়াদ আবরারও ভালো করেছেন আগের ম্যাচগুলোতে। তবে আজকের ফাইনালে তিনজনের কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি।
জাওয়াদ করেন ৩৫ বলে ২০ রান, কালাম আউট হন মাত্র ১ রান করে ১৬ বল খেলে, আর আজিজুল ২৮ বলে ১৬ রানের ইনিংসে একটি করে চার ও ছক্কা হাঁকান। তবে মিডল অর্ডারের দৃঢ়তায় দল সম্মানজনক সংগ্রহ গড়ে। মোহাম্মদ শিহাব জেমস (৬৭ বলে ৪০), রিজান হোসেন (৬৫ বলে ৪৭) ও ফরিদ হাসান (৪৯ বলে ৩৯) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে বাংলাদেশ অলআউট হওয়ার আগে ৪৯.১ ওভারে সংগ্রহ করে ১৯৮ রান।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক জানালেন, অল্প রানে থামলেও দল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজিজুল বলেন, “আমাদের বিশ্বাস ছিল জয় সম্ভব। বোলারদের ওপর আস্থা ছিল। তারা কী করতে পারে, তা আমি জানতাম।”
ভারতের ব্যাটসম্যানদের জন্য কী পরিকল্পনা ছিল, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, “ওরা অফসাইডের বাইরে, বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্পের বলে সমস্যায় পড়ছিল। আমরা সেদিকেই বোলিং করার পরিকল্পনা করেছিলাম।”
দলের এই সাফল্যে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজিজুল বলেন, “দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে যারা মাঠে এসে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করে ব্যাটিংয়ের ঘাটতি পুষিয়ে দেন এবং দলকে জয়ের পথে নিয়ে যান।