Advertisement

ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের হয়েছে।



লন্ডন থেকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই অভিযোগ আনেন। অভিযোগ অনুযায়ী, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, দেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জনগোষ্ঠী এবং পুলিশের বিরুদ্ধে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংঘটিত হয়।

ড. ইউনূস ছাড়াও অভিযোগে আরও ৬২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকেও অভিযুক্ত করা হয়েছে। প্রায় ৮০০ পৃষ্ঠার প্রমাণসহ নথিপত্র এই অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, “আমিই সম্ভবত প্রথম এই উদ্যোগ নিয়েছি। প্রায় ১৫ হাজার ভুক্তভোগী রয়েছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ জানাবেন।”

উল্লেখযোগ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গা ঢাকা দেন এবং পরে জানা যায় তিনি লন্ডনে চলে গেছেন।

















Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement

Advertisement

Advertisement

Advertisement